দুদকের মামলায় কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২; সময়: ৪:৫৪ অপরাহ্ণ |

আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি ১ কোটি টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে, এমনও আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য,২০১০ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে