দুদকের মামলায় মুফতি ইজাহারের ২ বছর কারাদণ্ড
প্রকাশিত: মার্চ ২০, ২০২২; সময়: ১:১৬ অপরাহ্ণ |
দুদকের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের সাজা দিয়েছেন আদালত। সম্পদের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রোববার এ রায় দেন।
হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
দোষী সাব্যস্ত হওয়ায় মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।