ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: মার্চ ২২, ২০২২; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার দায়ে আলম প্রামাণিক (৪৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান জানান,পূর্ব শত্রুতার জের ধরে ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানে যান। ওই দোকানের পাশে কেরাম খেলা চলছিল। সেখানে সংগ্রাম রাত ১২টা পর্যন্ত কেরাম খেলা দেখেন। এ সময় আলম প্রামাণিক মোবাইলে সংগ্রামকে ডেকে নিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে গল্প করেন। এক পর্যায়ে আলম প্রামাণিক পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে