শব্দ দূষণে বিশ্বে প্রথম ঢাকা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ২:১৮ অপরাহ্ণ |

শব্দ দূষণে এবার বিশ্বের প্রথম স্থানটি দল করলো রাজধানী ঢাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে ঢাকার নাম ওঠে এসেছে।

ফ্রন্টিয়ারস ২০২২ : নয়েজ,ব্লেজেস অ্যান্ড মিসচ্যাচেস শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, শব্দ দূষণের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। দ্বিতীয় স্থানে ভারতের মুরাদাবাদ, তৃতীয় স্থানে পাকিস্তানের ইসলামাবাদ, চতুর্থ স্থানে আছে বাংলাদেশের রাজশাহীর নাম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি পঞ্চম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা ৫৫ ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডিবি। সেখানে ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডিবি এবং রাজশাহীতে ১০৩ ডিবি পাওয়া গেছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে