সেন্টমার্টিনে পরিবেশবাদীদের বাধায় কুকুর পুনর্বাসন বন্ধ
পরিবেশবাদী সংগঠনের বাধায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) প্রক্রিয়াটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এর আগে গত রবিবার বিকালে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬টি কুকুর আটক করা হয়। এসব কুকুর টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল।
পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে ৩৬টি কুকুর ছেড়ে দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সমুদ্র সৈকতজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকেরা আতঙ্ক থাকেন। এছাড়া সৈকতের বালুচরে ডিম ছাড়তে আসা মা কচ্ছপ কুকুরের আক্রমণে মারা যাচ্ছিল। এজন্য কুকুর পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করেছে পরিবেশবাদী সংগঠন। এখন কুকুরগুলোকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে পরিবেশবাদীরা বাধা দেন। এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে।