স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্য তাদের চিন্তার দৈন্য: তথ্যমন্ত্রী
স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্য তাদের চিন্তার দৈন্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (০৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
গত ০৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে ড. হাছান বলেন, স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ কীভাবে করোনা ভাইরাসের তিনটি ঢেউ কার্যকরভাবে মোকাবিলা করলো? ১৩০টি দেশ যখন কোভিডের টিকা দেওয়া শুরুই করেনি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে এবং একসঙ্গে কোটি মানুষকে টিকা দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা কার্যক্রম নিয়ে জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে, কিন্তু মির্জা ফখরুলরা করতে পারেন না। তাই স্বাস্থ্যখাত নিয়ে তার বক্তব্য বিএনপির সবকিছুতে ‘কিন্তু খোঁজা’ ও চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ।