সড়কে মৃত্যুর মিছিল থামছে না চট্টগ্রামে- বন্দরটিলায় লরিচাপায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২; সময়: ৩:৪০ অপরাহ্ণ |

চট্টগ্রাম নগরীতে দুইদিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। গত বুধবার(৬ এপ্রিল) নগরীর লালখান বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর নিহতের পর আজ নগরীর বন্দরটিলায় লরির ধাক্কায় রিক্সাআরোহী বাবা-ছেলে নিহত হয়েছে৷

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,শনিবার(৯ এপ্রিল) সকাল ১১.২০টার সময় বন্দরটিলার শাহপ্লাজার সামনে চট্টমেট্রো-ঢ-৬১০১৭৯ নম্বরের লরিটি একটি রিক্সাকে পেছন থেকে চাপা দিলে রিক্সায় থাকা আবু সালেহ শিকদার(২৮) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান আবদুল্লাহ আল-মমিন ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহত আবু সালেহ শিকদারের আরেক ছেলে আবদুল্লাহ আল-মাহিন(৯)কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। নিহত আবু সালেহ শিকদার ইপিজেডের এস কে ডি গার্মেন্টেসে চাকরি করতো।

এই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঐ লরিটি ভাঙচুর করে এবং ঘাতক চালককেও বেদম প্রহার করে৷ তবে বর্তমানে লরি ও লরির চালক পুলিশ হেফাজতে আছে।

লরির ধাক্কায় ২ জন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইপিজেড থানা পুলিশ।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে