সেই সেলিনার ৪ সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন আ জ ম নাছির
মুজিবর্ষে চট্টগ্রামে ১৬ থানায় ১৬ জনকে জায়গা সহ ঘর করে দিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে ওই ১৬ পরিবারের কাছে চাবি হস্তান্তর করা হয়।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাড়ি পেয়েই বদলে গেছে হাটহাজারীর সেলিনা বেগমের জীবন। সেই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতি তার বক্তব্যে নজর কাড়ে অনেকের। তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি সেখানেই ঘোষণা দিয়েছিলেন সেলিনার ৪ মেয়ের লেখাপড়ার খরচ বহন করবেন তিনি। কথা মতো আজকে সেলিনা বেগমকে বাসায় ডেকে এনে ৫০ হাজার টাকা দেন এবং সন্তানদের দায়িত্ব নেন।
যদিও এটি নতুন কোন বিষয় না আ জ ম নাছির উদ্দীনের জন্য। তিনি পাঁচবছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কোনো সম্মানি নিতেন না। সম্মানির সেসব টাকা অসহায়, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিতরণ করতেন। এমনকি সরকারী গাড়ি ব্যবহার করতেন না, নিতেন না সরকারী জ্বালানিও।
সেলিনার ৪ সন্তানের দায়িত্ব নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর প্রশংসায় ভাসছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।