কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতিবছরের মতো এবারও তিন মাস সব ধরনের মাছ ধরা,বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মাছধরা বন্ধকালীন হ্রদ নির্ভরশীল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০ উপজেলার ২৪ হাজার ৯৫৩ জেলে পরিবারকে মে ও জুন এ দু’মাসের জন্য ২০ কেজি করে ৯৯৮ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।
তবে তিন মাস বন্ধকালীন সময়ের মধ্যে দুই মাসের জন্য ২০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হলেও জুলাই মাসের বরাদ্দ পাননি জেলেরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হ্রদ তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ির জেলার ১০ উপজেলার ২৪ হাজার ৯৫৩টি জেলে পরিবারকে মে ও জুন মাসের জন্য মাসিক ২০ কেজি হারে ২ মাসে ৪০ কেজি করে সর্বমোট ৯৯৮ দশমিক ১২ মেট্রিক টন ভিজিএফ চাল সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরি করা হয়েছে।
ভিজিএফ সহায়তার আওতায় খাগড়াছড়ির দুই উপজেলার ২ হাজার ৭৭৬ জেলে পরিবার ১১১ দশমিক ৪ টন ও রাঙামাটির ৯ উপজেলার ২২ হাজার ১৭৭ জেলে পরিবার ৮৮৭ দশমিক ৮ টন চাল পাবে।
এরমধ্যে হ্রদ তীরবর্তী খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ১ হাজার ৫৯১ জেলে পরিবার ৬৩ দশমিক ৬৪ টন ও দীঘিনালা উপজেলার ১ হাজার ১৮৫ জেলে পরিবার ৪৭ দশমিক ৪ টন চাল বরাদ্দ পেয়েছে।