মেঘালয়ে বাংলাদেশের ২৫ সদস্যের প্রতিনিধি দল
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে চারদিনের সফরে বাংলাদেশের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের মেঘালয় সফরে গেছে। দেশটির আয়োজনে সফরটি হচ্ছে।
সোমবার (৯ মে) দুপুরে সিলেটের তামাবিল বর্ডার হয়ে ভারতে প্রবেশ করেন।
সেখানে ভারতের সীমান্তরক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলকে অভিনন্দন জানানো হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকারের আয়োজনে মেঘালয় সফরে যাওয়া প্রতিনিধিদলে রয়েছেন ১৮ জন বীর মুক্তিযোদ্ধা, যারা মেঘালয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিনিধিদলে সাংবাদিকসহ অন্যান্য পেশার বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এরমধ্যে তিনজন রয়েছেন চট্টগ্রামের। এরা হলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার ভূইয়া, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, সাংবাদিক ও সমাজকর্মী বিপ্লব দে (পার্থ)।
সফরে প্রতিনিধিদল মেঘালয় সরকারের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবে। যার মধ্যে গভর্নর ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন। তাদের ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী ও ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর সিনিয়র অফিসারদের সঙ্গেও দেখা করারও কথা রয়েছে, যারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং স্বাধীনতার জন্য ন্যায়সঙ্গত সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।
ভারতীয় হাইকমিশন বলছে, এ সফর প্রতিনিধিদলের সদস্য এবং ভারতীয় আয়োজক উভয়ের জন্যই ১৯৭১ সালের যুদ্ধের মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেবে এবং একে অপরের জন্য শক্তিশালী সংযোগ এবং বন্ধুত্বকে আরও গভীর করবে।
হাইকমিশনের ভাষ্য, প্রতিনিধিদলের ভারত সফর এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে, যখন ভারত স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপনের অংশ হিসেবে তার সাহসীদের সম্মান জানায় এবং বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর উদযাপন করে।
আগামী মাসগুলোতে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ভারত সরকার আরও সফরের পরিকল্পনা করেছে বলেও জানায় হাইকমিশন।
আগামী ১৪ মে প্রতিনিধিদল বাংলাদেশে ফিরে আসবেন।