ইভিএম’র ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ দল ডাকা হবে: ইসি আলমগীর

প্রকাশিত: মে ২০, ২০২২; সময়: ৬:০৩ অপরাহ্ণ |

জেলা প্রতিনিধি: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ত্রুটি আছে কিনা শনাক্তে বিশেষজ্ঞ দল ডাকা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।

আলমগীর বলেন, আগামী জুনের মধ্যেই ইভিএমের ত্রুটি শনাক্তে বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সামনেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা।
তিনি আরও বলেন, এ মুহূর্তে শতাধিক আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে।

এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরলে ইভিএম সংখ্যা বাড়ানো হতে পারে।

ভোটার তালিকা হালনাগাদ কাযর্ক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম প্রমুখ।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে