ঝড়ে গাছ ভেঙ্গে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ২:১৭ অপরাহ্ণ |

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির আলুটিলার রাস্তায় ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। পানছড়ি ও মহালছড়ি রাস্তাতেও গাছ ভেঙে পড়ে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চাকমা সাংবাধিকদের জানান, শনিবার (২১ মে) সকাল ৭টায় হঠাৎ ঝড় শুরু হয়। এতে বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে রাস্তায় পড়েছে। ফলে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রামের সড়ক সাময়িকভাবে বন্ধ আছে। বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন খুঁটি সরানোর কাজ শুরু করেছেন। সড়ক ও জনপথ অধিদফতরের লোকজনও গাছ সরানোর কাজ করছেন। দুই-তিন ঘণ্টার মধ্যে গাছ সরিয়ে যোগাযোগ চালু করা সম্ভব হবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে