চট্টগ্রাম বন্দরের নতুন বে-টার্মিনালের নকশা প্রণয়ন চুক্তি সই

প্রকাশিত: মে ৩১, ২০২২; সময়: ২:৫৩ অপরাহ্ণ |

চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন বে-টার্মিনাল নির্মাণে চূড়ান্ত নকশা প্রণয়নের চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

চুক্তিতে সই করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, যৌথ পরামর্শক প্রতিষ্ঠান কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সাল্টিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হোয়াং কিউ ইয়াং এবং ডি ওয়াই ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক কিম দায়ে জিন সাব-পরামর্শক প্রতিষ্ঠান সিমবায়োটিক আর্কিটেক্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং পার্টনার আবুল বশার মো. শামসুজ্জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেইন খান ও নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম।

বে-টার্মিনালে প্রাথমিকভাবে তিনটি টার্মিনাল নির্মাণ করা হবে।তিনটি টার্মিনালের মোট দৈর্ঘ্য ৩ দশমিক ৫৫ কিলোমিটার। প্রস্তাবিত টার্মিনালে মোট ১৩টি জেটি রাখার প্রস্তাব করা হয়েছে।

নকশা প্রণয়ন কাজে ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা এবং সম্পন্ন বে-টার্মিনাল নির্মাণে ব্যয় হবে ২১০ কোটি ডলার।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে