সীতাকুণ্ডে দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসকে যোগ দেওয়ার আহ্বান সিভিল সার্জনের
প্রকাশিত: জুন ৫, ২০২২; সময়: ২:৫৬ পূর্বাহ্ণ |
সীতাকুণ্ডে ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের সব প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
শনিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে বারোটায় সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের দেখতে এসে সিভিল সার্জন এ আহ্বান জানান।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নগরের সব প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আসার আহ্বান জানাচ্ছি। যে যার সাধ্যমত আহতদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আপনারা যে যেভাবে পারেন দ্রুত সময়ের মধ্যে চমেক হাসপাতালে জরুরি বিভাগে চলে আসুন। আপনার সহযোগিতা পারে একটি প্রাণ বাঁচাতে।