আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প,২৫৫ জনের মৃত্যুর শঙ্কা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় বুধরবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতারের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, অন্তত ২৫৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আহতদের সরিয়ে নেওয়ার এবং বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে। আজ বুধবার ভোরে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৫০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেড় শতাধিক মানুষ আহত হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। মাটির ৫২ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে সিএনএন জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।
পাকিস্তানে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন