চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩০
প্রকাশিত: জুলাই ১২, ২০২২; সময়: ১১:১৩ পূর্বাহ্ণ |
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ। এর মধ্যে ২২ জন নগরের, ৮ জন বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (১২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিআইটিআইডি চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, এভারকেয়ার হসপিটালে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে।
উপজেলার মধ্যে রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ২ জন, লোহাগাড়া, পটিয়া, সীতাকুণ্ডে ১ জন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৭ হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘরের বাইরে বের হলে মাস্ক পরা এবং করোনার টিকা গ্রহণের তাগিদ দিয়েছেন।