ইলিয়াছ-কিবরিয়ার অব্যাহতি প্রত্যাহার চায় তৃণমূলের নেতাকর্মীরা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |

চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সভাপতি ইলিয়াছ আলী ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটহাজারী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২১ আগস্ট) বিকালে নগরীর কাজির দেউড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থানও খুবই ভালো। দলের মধ্যে প্রতিযোগিতা থাকলেও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল সুসম্পর্ক। ফলে জাতীয় কিংবা দলের যেকোনো প্রয়োজনে সকল নেতাকর্মী এক হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতো। কিন্তু দুঃখের বিষয় হাটহাজারী বিএনপির সেই ঐক্য ও বন্ধনকে ধ্বংস করে বিএনপিকে বিভাজন সৃষ্টি করছে বিএনপির সদস্য মীর হেলাল। তিনি কেন্দ্রে ভুল বুঝিয়ে রাজপথের লড়াকু সৈনিকদের বহিষ্কার এবং অব্যাহতি দিচ্ছে। যা দলের জন্য চরম ক্ষতির বিষয়।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সভাপতি ইলিয়াছ আলী ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া তৃণমূল কর্মী। তারা নানা চড়াই উৎড়াই পেরিয়ে এই অবস্থানে এসেছে। তাদেরকে অব্যাহতি দেয়ার মাধ্যমে দলকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে মীর হেলাল। এর ফলে বিএনপি চরমভাবে ক্ষতির সম্মুখীন হবে ভবিষ্যতে। আসলে মীর হেলাল কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা প্রশ্ন রাখেন নেতাকর্মীরা। অবিলম্বে দুই নেতার অব্যাহতি প্রত্যাহার করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাটহাজারী বিএনপির সাবেক সদস্য সচিব সোলায়মান মনজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল, সাবের সুলতান কাজল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মুবিন, হাটহাজারী যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, শেখ মোরশেদ, ওসমান গনি, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।পরে একটি বিক্ষোভ মিছিল কাজির দেউড়ি থেকে শুরু হয়ে লাভলেইন মোড় হয়ে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে ফেলার পথে মীর হেলালের অনুসারীদের হামলায় শওকত, ইমন, শুভ, রাফি, ফাহিমসহ ৮ জন আহত হয় বলে দাবি করেছে নেতাকর্মীরা। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে