কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে ‘কোজাগরী লক্ষ্মী পূজা ২০২২’ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (৯ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় ধর্মীয় আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চন্দনাইশের দোহাজারীস্থ নাথ পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিকাশ দেব নাথ এর সঞ্চালনায় এবং কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ এর প্রধান উপদেষ্টা পিন্টু প্রসাদ নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্ভোদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার সভাপতি বলরাম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার নাছরীন আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলা টিভি চট্টগ্রাম ব্যুরো অফিসের সিনিয়র সাংবাদিক বিপ্লব পার্থ। অনুষ্ঠানের সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার ওসি(তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী। অনুষ্ঠানের আকাঙ্খিত অতিথি ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, বাংলাদেশ কৃষি ব্যাংক এর সাবেক এসপিও গৌরাঙ্গ প্রসাদ নাথ, দোহাজারী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আজিমুশশানুল হক দস্তগীর, জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি ও প্রাবন্ধিক অভিরাজ নাথ। স্বাগত বক্তা ছিলেন কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিংকন দেব নাথ ও কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর এর আহবায়ক মিন্টু দেব নাথ।
আলোচনা শেষে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।