বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে ভারতে যাচ্ছেন সাংবাদিক বিপ্লব পার্থ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২; সময়: ১২:০১ পূর্বাহ্ণ |

ভারত সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য হয়ে ভারত যাচ্ছেন চট্টগ্রামের মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিপ্লব দে (পার্থ)।

আগামী ১২ অক্টোবর ঢাকা থেকে নয়াদিল্লী যাবেন তিনি।সাতদিনের সফর শেষে আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন।

উক্ত সফরে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ,গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ,ভারতের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ নানা কর্মসূচি থাকবে।

এর আগে সাংবাদিক বিপ্লব পার্থ ভারত সরকারের আমন্ত্রণে মেঘালয় মুক্তিযোদ্ধাদের ডেলিগেশন টিমে অংশগ্রহণ করেন।এছাড়াও যুব সম্মেলনে নেপালে অংশগ্রহন করেন তিনি।

বিপ্লব পার্থ সাংবাদিকতা ছাড়াও মানবাধিকার ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন।’বিচারবহির্ভূত হত্যাকান্ড’ নিয়ে তার বেশ কয়েকটি লেখা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের বন্ধন,বিশ্বাস,ভ্রাতৃত্ব আরো সুদৃঢ় করতে আচার-কৃষ্টি ও সংস্কৃতির আদান-প্রদানে ২০১২ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ইচ্ছায় শুরু হয় ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’।

এর ধারাবাহিকতায় প্রতিবছর বাংলাদেশ থেকে বিভিন্ন অঙ্গনের ১০০ তরুণ-তরুণীকে ভারত সফরে নিয়ে যায় ঢাকাস্থ দেশটির হাইকমিশন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে