মিশু পালের স্মরণসভা

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩; সময়: ১২:২০ অপরাহ্ণ |

ঋষি মতিলাল স্মৃতি সংসদের অন্যতম সদস্য প্রয়াত মিশু পালের স্মরণসভা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২১ জুলাই) সন্ধ্যায় নগরের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির মিলনায়তনে এই স্মরণসভায় অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ঋষি মতিলাল স্মৃতি সংসদের আহ্বায়ক দেবাশীষ আচার্য্য। ঋষি মতিলাল স্মৃতি সংসদের সদস্য বিপ্লব পার্থের সঞ্চালনায় মিশু পালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ডা. দিব্যনিমাই দাস ব্রহ্মচারী, ঋষি মতিলাল স্মৃতি সংসদের সদস্য সচিব অ্যাডভোকেট শুভাশীষ শর্মা, সনাতনী জাগরণ সংঘরে সভাপতি কাঞ্চন আচার্য্য, অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, জাগো হিন্দু পরিষদের সমন্বয়ক জুয়েল আইচ, অজয় দত্ত, সাংবাদিক বিশ^জিৎ শর্মা এবং মিশু পালের বাবা ও মামা।

বক্তারা বলেন,মিশু পাল ছিল বিনয়ী এবং ধর্মপ্রাণ একজন ছেলে। মনে স্বধর্মের কল্যাণে কাজ করার ছিল আপ্রাণ চেষ্টা। অকালে মিশু পালের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। মিশু পালের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এর পেছনে অন্য কোনো ঘটনা জড়িত। ইতিমধ্যে তার ময়নাতদন্ত হয়েছে। উদ্ধারকৃত লাশ দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তাই প্রকৃত ঘটনা উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা। মিশু পালের হত্যাকাণ্ড উন্মোচন এবং এতে আইনী সকল সহায়তা দেওয়ার ঘোষণা দেন ঋষি মতিলাল স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা।

পরে মিশু পালের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে