স্বেচ্ছাসেবক দলে পদ পেতে গাড়িতে আগুন

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩; সময়: ২:২৯ অপরাহ্ণ |

তার নেতা বলেছিল গাড়িতে আগুন দিলে স্বেচ্ছাসেক দলের ওয়ার্ড কমিটিতে তাকে পদ দেওয়া হবে। আর পদের আশায় গাড়িতে আগুন দেয় রংমিস্ত্রি সেলিম জসীম (৩২)। অবশেষে তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।

সেলিম নগরীর ডবলমুরিং থানার পশ্চিম ঝর্ণা পাড়া এলাকায় বসবাস করে। সে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) আলী হোসেন বলেন, ‘গত ৩ ডিসেম্বর ডবলমুরিং থানার বারকোয়ার্টার পীর আলী শাহ মাজারের বিপরীতে হোসেন মঞ্জিলের পাশে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আসামিদের ধরতে অভিযানে নেমে পড়ি।’

‘আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন একটি মোটরসাইকেলে করে দুইজন এসে ওই গাড়িতে আগুন দেয়। নিজেদের পরিচয় গোপন করতে তারা শরীরে চাদর ও মুখে মাস্ক পড়েছিল। পরে এক প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করি।’

গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক দলের থানা কমিটিতে পদ পেতে সেলিম এ কাজ করেছে বলে জানিয়েছে। সেই গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই মোটরসাইকেল চালকের নাম জাহাঙ্গীর বলে সে জানিয়েছে। তার বাড়ি টেকনাফে। তাকে ধরতেও আমাদের অভিযান চলছে। সেলিমের নামে এর আগেও ডবলমুরিং ও হালিশহর থানায় ২০১৮ সালের দুইটি নাশকতার মামলা আছে।’

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে