আজ পাস হবে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট
আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের বাজেট বৃহস্পতিবার (৩০ জুন) পাস হচ্ছে ৷
প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ৷ গত ৯ জুন বিকেলে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৷
কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।
প্রস্তাবিত এ বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার মধ্যে আয় ধরা হচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা।
অনুদানসহ ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ ৷
এ বাজেট সংসদে উপস্থাপনের পর এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়৷ সরকারি ও বিরোধী দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত জানান ৷
বুধবার বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা হলে তার বৈধতা দেওয়ার সুযোগ রেখে জাতীয় সংসদে স্থিরিকৃত আকারে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য অর্থ বিল পাস হয়েছে। বাজেটের প্রস্তাব অনুযায়ি কেউ বিদেশে পাচার হওয়া টাকা দেশে এনে বিনিয়োগ করতে চাইলে তাকে ৭ শতাংশ ট্যাক্স দিতে হবে।এর মধ্য দিয়ে বিদেশে পাচার করা অর্থ বৈধ করা যাবে।
আজ বিকেল তিনটায় সংসদের অধিবেশন পুনরায় শুরু হবে ৷ এই অধিবেশনে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাস হবে ৷ আগামী ১ জুলাই থেকে ২০২২-২০২৩ অর্থ বছর শুরু হবে এবং এদিন থেকে নতুন বাজেট কার্যকর হবে ৷