চট্টগ্রামে ঈদের জামাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

প্রকাশিত: মে ৩, ২০২২; সময়: ১২:৩২ অপরাহ্ণ |

দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনার মাধ্যমে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। মঙ্গলবার (৩ মে) সকাল ৮ টায় জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

জামাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, মহানগর জাতীয় পাটির সভাপতি সোলায়মান আলম শেঠসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনীতিবিদ ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের জামাতকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিএমপি।

এদিকে সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদসহ নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে স্ব স্ব মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈদ জামাত সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঈমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

একই সময়ে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহ— নগরের প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান, চালিতাতলী ঈদগাহ ময়দান, চমেক ময়দান, পলোগ্রাউন্ড মাঠ ময়দান, আমানত খাঁন (র.) দরগাহ মসজিদ, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, ধনিয়ালা পাড়া জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, ষ্ট্র্যান্ড রোড খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা, আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ্ ময়দান, জাম্বুরী ময়দান ঈদ জামাত, বন্দর স্টেডিয়াম ময়দান, বোলোয়ার খান জামে মসজিদ, সিডিএ কলোনি জুমা মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবি মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে