চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মে) সকালে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এসময় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে।
আর সেই আদর্শ হচ্ছে ধর্মে ধর্মে কোনও হানাহানি থাকবে না। দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।
অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাইকে অহিংসা আর মানবতার ধারক হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সভায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এদেশে সাম্প্রদায়িক শক্তিকে যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের শক্ত হাতে দমন করা হবে।
সমাবেশ শেষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন বৌদ্ধ বিহারে এসে শেষ হয়।