ঢিলেঢালা লকডাউন ফটিকছড়িতে

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ১২:৪১ অপরাহ্ণ |

করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সমন্বয় সভায় ফটিকছড়িকে ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। কিন্তু লকডাউনের প্রথমদিনে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে ফটিকছড়িতে। দোকানপাট বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না নির্দেশনা।

আন্তঃজেলা সড়ক খোলা থাকায় যান চলাচলও রয়েছে স্বাভাবিক। লকডাউনে সরকারি বিধি-নিষেধ তদারকিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠে দেখা না গেলেও সচেতনতা তৈরিতে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ জুন) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পাশে দোকানপাট বন্ধ থাকলেও বিভিন্ন ইউনিয়নে নেই কোনো সচেতনতা। খোলা রয়েছে দোকানপাট, চলছে বিকিকিনিও। এছাড়া সড়ক চালু থাকায় রাস্তায় চলাচল করছে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল। বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষও সহজে যাতায়াত করছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সকাল থেকে পুলিশ ছাড়া মাঠে দেখা যায়নি কোনো কর্মকর্তাকে।

ফটিকছড়িতে লকডাউন থাকবে ৩০ জুন পর্যন্ত।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে