দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার ঘটনায় ৫ দফা দাবিসহ প্রধানমন্ত্রীকে ইসকনের স্মারকলিপি
বিগত সপ্তাহজুড়ে নোয়াখালী ইস্কন মন্দিরসহ কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার মন্দির, পূজা মণ্ডপ, সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও বিগ্রহ ভাঙচুর প্রভৃতি ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ইসকন চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ৩ টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো.মমিনুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের একটি স্থিতিশীল সমাজ কাঠামো গঠনের লক্ষ্যে স্মারকলিপিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয় । দাবিগুলো হলো, জননেত্রী শেখ হাসিনার অকৃত্রিম প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা, নির্বিকার প্রশাসন যন্ত্রের চরম গাফিলতির জবাবদিহিতার নিশ্চিত করা, রাষ্ট্রীয় অর্থায়নে ক্ষতিগ্রস্থ মঠ-মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের পুনঃনির্মাণসহ ক্ষতিপূরনণ এবং আহতদের সরকারী খরচে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ইসকন স্মারকলিপিতে বলা হয়,৭৫ এ জাতির জনকের হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির যে উত্থান ঘটেছিল এবং ধারাবাহিকভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা শুরু হয়েছিল, আজকে ২০২১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকা স্বত্তে¡ও বাংলাদেশকে হিন্দু শূন্য করার নীল নকশা বাস্তবায়িত হয়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার প্রশ্রয় পেয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, ইসকন নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, ইসকন মোহরা মন্দিরের অধ্যক্ষ শ্রীমান সর্বমঙ্গল গৌর হরি দাস ব্রহ্মচারী, শ্রীমান দিব্যনিমাই দাস ব্রহ্মচারী, শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শ্রীমান মুকুন্দভক্তি দাস ব্রহ্মচারী, শ্রীমান আদিপুরুষ শ্যাম দাস ব্রহ্মচারী, সুহৃদ গৌরাঙ্গ দাস, বিপ্লব পার্থ, সুমন চৌধুরী, জয়গৌর হরি দাস ব্রহ্মচারীসহ অন্যান্য ভক্তবৃন্দ।