নাপা নয়,মায়ের পরকীয়ার জেরে ২ শিশুকে হত্যা: পুলিশ
নাপা সিরাপ নয়, পরকীয়ার জেরে মিষ্টিতে বিষ মাখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুকে হত্যার অভিযোগে বাবার মামলায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন বলেন, মিষ্টির সাথে বিষ খাইয়ে মারা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুই শিশুকে। পরে তাদের নাপা সিরাপ খাওয়ানো হয় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে। এঘটনায় গত রাতে নিহত দুই শিশুর পিতা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী, তার পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে আসামী করে মামলা দেন। এরপর মা লিমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্যে।
গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে নাপা সিরাপ খাওয়ার পর দুই শিশুর মৃত্যু হয় বলে পরিবার অভিযোগ করে।
এরপর অভিযোগ আমলে নিয়ে মাঠে নামে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দোকান থেকে সংগ্রহ করা হয় নাপা সিরাপের নমুনা। শনাক্ত হয় ব্যাচ নম্বর ৩২১১৩১২১… এই ব্যাচে ছিল ৮২ হাজার বোতল। এই ব্যাচ ছাড়াও আরো দুই ব্যাচের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করে ঔষধ প্রশাসন। কোনোটিতেই ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
অভিযুক্ত দোকান থেকে ৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাতে ক্ষতিকর কিছুই পাওয়া যায়নি। এছাড়া প্যারাসিটামল তৈরির ৩টি কারখানা থেকে নমুনা এনে পরীক্ষা করা হয়। এতেও ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তাই নাপা সিরাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সংবাদ সম্মেলনে জানান ঔষধ প্রশাসনের মহাপরিচালক।