প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান মুশফিকের
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক মাইলফলকে পৌছেছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে মুশফিকের টেস্টে রান ছিল ৪৯৩২। পাঁচ হাজার রানের জন্যে প্রয়োজন ছিল ৬৮ রান।
টেস্টের চুতর্থ দিনে লিটন দাসের সঙ্গে বুঝে শুনে ব্যাট করতে থাকেন, আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা মুশফিক। বৃষ্টিবিঘ্নিত দিনে ম্যাচের ১২২ তম ওভারে পাঁচ হাজাররান পূর্ণ করেন।
এই পাঁচ হাজার রানের পথে ৭টি সেঞ্চুরি, ২৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক।রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংসও।
একই মাইলফলকের হাতছানি তামিম ইকবালের সামনেও। এই টেস্ট শুরুর আগে তামিমের টেস্ট রান ছিল ৪৮৪৮। অর্থাৎ ১৫২ করলেই পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে পারতেন তিনি। সেই পথেই হাটছিলেন তামিম। ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। নাহলে হয়তো মুশফিকের আগেই পাঁচ হাজার রান পূরণ করতে পারতেন তামিম।
এই নিউজ করা পর্যন্ত ২২২ বলে ৮৫ রান করে মুশফিক এবং ১৮৮ বলে ৮৮ রান করে লিটন দাশ অপরাজিত রয়েছেন।