বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের দশ বছর

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২; সময়: ৯:১৫ অপরাহ্ণ |

সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ-সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের দশ বছর পূর্ণ হয়েছে। ইলিয়াস আলীর সঙ্গে ‘নিখোঁজ’ হন তাঁর গাড়িচালক আনসার আলী। স্বজনরা এখনও তাদের প্রতীক্ষায় আছেন। ‘নিখোঁজ’ ইলিয়াস আলী ও তার গাড়িচালক ফিরে আসবেন— এই চাওয়া স্বজনদের।

স্ত্রী তাহসিনা রুশদী লুনা অপেক্ষার প্রহর গুনছেন স্বামী ফিরে আসার। তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা চাই পরিবারের স্বার্থে আমাদের প্রিয়জনকে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক এবং এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পেছনে থাকা অপরাধীদের চিহ্নিত করা হোক।”

‘গত দশ বছর ধরে আমার পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান নেই। বাবার আদর ছাড়াই বেড়ে উঠছে ইলিয়াস আলীর তিন সন্তান। শোককে পাথরচাপা দিয়ে রেখেছি।’ যোগ করেন তাহসিনা।

তাহসিনা আরও বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণও এটা বিশ্বাস করে যে, সরকার আমার স্বামী ইলিয়াস আলীকে গুম করেছে। এটাও সবাই জানে যে আমার স্বামীসহ অন্য বিএনপি নেতাদের বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই গুম করেছে।”

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস ও তার গাড়িচালক আনসার।

ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর নিখোঁজের ১০ বছর পূর্ণ হওয়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে