মাঠ সংকট: হচ্ছে না ঐতিহাসিক জব্বারের বলী খেলা
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জব্বারের বলী খেলার এবারের আসর স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি।মাঠ সংকটের কারণে ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৩ তম আসর আয়োজন করতে পারছেনা আয়োজকরা।
ঐতিহাসিক এই বলি খেলা গত দুই আসর আয়োজিত হতে পারেনি মাহামারী করোনার কারণে। তবে এবারে সব পরিস্থিতি ঠিক থাকলেও মাঠ সংকটের কারণে জব্বারের বলি খেলার আয়োজন করতে পারছেনা আয়োজকরা।
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।
তিনি জানান, যেহেতু লালদিঘীর মাঠ এখন সংস্কার কাজের মধ্যে রয়েছে সেহেতু এই মুহুর্তে সে মাঠে বলী খেলা আয়োজন করা সম্ভব নয়। ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয়েছিল এই লালদিঘী মাঠ থেকে। তাই এই মাঠের চারপাশে সে ছয় দফার ম্যুরাল প্রতিষ্ঠা করা হচ্ছে। আর মাঠটিকে সাজানো হচ্ছে নতুনভাবে।
আমরা চিন্তা করেছিলাম যদি মাঠটি তৈরি হয়ে যায় তাহলে এবারে ১২ বৈশাখ জব্বারের বলী খেলা আয়াজন করা হবে। কিন্তু মাঠের অনুমতি মেলেনি। যেহেতু মাঠের কাজ এখনো শেষ হয়নি। তাছাড়া যেহেতু জব্বারের বলী খেলার নির্ধারিত তারিখ ১২ বৈশাখ সেহেতু অন্য কোন তারিখেও এটা আয়োজন করা সম্ভব নয়। তাই ইচ্ছা থাকা সত্বেও এবারের জব্বারের বলী খেলা আয়োজন করা সম্ভব হচ্ছেনা মাঠ সংকটের কারণে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জব্বারের বলী খেলা কমিটির চেয়ারম্যান জহার লাল হাজারী, সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাবেক কমিশনার জামাল হোসেন, এ এস এম জাফর এবং আনোয়ার চঞ্চল প্রমুখ।