মাদকের বিরুদ্ধেও ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে: ভূমিমন্ত্রী জাবেদ
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মোটেল সৈকতে আয়োজিত কর্মশালায় ভূ্মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,
মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের সমস্যা। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ার জন্য নতুন প্রজন্মকে অবশ্যই মাদক থেকে দূরে রাখতে হবে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে যেমন বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, ঠিক তেমনই মাদকের বিরুদ্ধেও ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
মন্ত্রী আরও বলেন, এখন দেখা যাচ্ছে অনেক বড় লোকের সন্তানরাও মাদকের নেশায় আসক্ত। তারা কোনও হতাশা থেকে নয়, বরং ফ্যাশন হিসেবে নেশা করছেন, এটা থামাতে হবে। নেশার কুফল সম্পর্কে জানাতে পাড়া-মহল্লায় কর্মশালা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের অপব্যবহার নিয়ে বেশি বেশি করে প্রচার করতে হবে।
তিনি বলেন, আমরা স্বাধীনতার ৫১ বছরে পদার্পণ করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ বালাদেশ-পাকিস্তানের চেয়েও এগিয়ে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগ) মো. মোকাব্বির হোসেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক আবদুস সবুর,বিজিবির চট্টগ্রামের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল রাশেদ আজগর, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন প্রমুখ।