লোহাগাড়ায় পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক
কর্তব্যরত পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামি কুখ্যাত সন্ত্রাসী কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে চট্টগ্রামের লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে সহযোগীসহ গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, কর্তব্যরত পুলিশ সদস্যের মর্মান্তিকভাবে কব্জি বিচ্ছিন্নের ঘটনার মূল আসামী কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। লোহাগাড়ার পাহাড়ি এলাকায় পরিচালিত র্যাবের এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৫ মে রাতে লোহাগাড়া শেষ সীমান্ত বান্দরবান জেলার লামা সীমান্তবর্তী এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি রুবি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ ১৫ মে সকালে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে দায়ের কোপে কনস্টেবল মো. জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।