সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: দুই দিনেও খোঁজ নেই ড্রাইভার মাঈনুদ্দীনের

প্রকাশিত: জুন ৬, ২০২২; সময়: ১:৪৫ অপরাহ্ণ |

রবিন পাল: আমাদের কিছুই লাগবে না,আমাদের ভাতিজার মরদেহটি পেলেই হবে।অনেক হাসপাতালে দেখেও আমাদের ভাতিজার মরদেহ শনাক্ত করা যায়নি।তাই কোন উপায় না পেয়ে হাসপাতালে হাসপাতালে ছুটাছুটি করছি।’

সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে এসব কথা বলছিলেন সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ কাভার্ড ভ্যান চালক মাঈনুদ্দীনের চাচা আলাউদ্দিন।

নিখোঁজ মাঈনুদ্দীন পেশায় কাভার্ড ভ্যান চালক।তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়ার বয়ারচরে।

আলাউদ্দিন বলেন,আমার ভাতিজা কাভার্ড ভ্যান ড্রাইভার।সেদিন সে গাড়ি নিয়ে বিএম ডিপোতে যায় রাত ৮ঃ৩০ এর দিকে।এরপর তার সাথে শেষবারের মতো কথা হয় ঘটনার রাত ১০ টার দিকে।এরপর তার আর কোন খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন,ঘটনার আজ দুইদিন পার হয়ে গেলেও আমরা এখনো আমাদের ভাতিজার কোন খোঁজ পায়নি।অনেক হাসপাতালে খুঁজাখুঁজির পরও তার লাশটিও আমরা এখনো পায়নি।তার বাবা সকালে ডিএনএ নমুনা দিয়েছে,সংগ্রহ কেন্দ্রে।এখনো হাসপাতাল কতৃপক্ষ কিছু জানায়নি।আমরা শুধু তার লাশটা চায়,আর কিছু না।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে