হাটহাজারিতে ‘আনসার আল ইসলামের জঙ্গি’ গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ২০, ২০২২; সময়: ১:২৫ অপরাহ্ণ |

হাটহাজারি উপজেলা থেকে গত শুক্রবার (১৮ মার্চ)রাতে মো. ওমর ফারুক (২৩) নামে এ যুবককে গ্রেপ্তার করা হয়।

পেশায় অটো মেকানিক ফারুকের বাড়ি হাটহাজারির তৈয়বিয়া পাড়ায় বলে শনিবার রাতে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কিছু উগ্রপন্থী সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম এবং নাশকতামূলক কাজ পরিচালনার জন্য বৈঠকে বসতে হাটহাজারি এলাকায় জমায়েত হবে এমন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওমর ফারুককে আটকের পর তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে উগ্রবাদী ১০টি বই ও লিফলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক জানিয়েছে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানির বয়ান শুনে এবং ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ ও ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে উগ্রপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ে। পরে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হয়ে উঠে।

গ্রেপ্তার ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখাসহ আনসার আল ইসলামের প্রচারণা চালাতো বলে র‌্যাবের দাবি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে