অগ্নিসংযোগের মধ্যদিয়ে শেষ হয়েছে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি

প্রকাশিত: মার্চ ২১, ২০২২; সময়: ৪:১১ অপরাহ্ণ |

ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার (২১ মার্চ) পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মসূচি পালন করে।

অবরোধ চলাকালে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার ও উপজেলার বিভিন্ন সড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। অবরোধে খাগড়াছড়িতে আসা পর্যটকরা ভোগান্তিতে পড়েন। যান চলাচল বন্ধ থাকায় তারা সাজেকে যেতে পারেনি।

অবরোধ চলাকালে ইউপিডিএফের নেতাকর্মীরা সিএনজি ও মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যু এবং মহালছড়ি পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে