কক্সবাজারের খুরুশকুলে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২; সময়: ৬:০৩ অপরাহ্ণ |

কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের টারবাইনগুলো খুরুস্কুল পিএমখালী চৌফলদণ্ডী ইউনিয়নে নির্মিত হচ্ছে।

এ সময় বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী জানান,খুরুস্কুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প করা হবে। কক্সবাজারে সরকারের বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান,বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে