চট্টগ্রামে বর্ষবরণের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২; সময়: ৭:১৫ অপরাহ্ণ |

করোনার কারণে দীর্ঘ দুই বছর পর বন্ধ থাকার পর আবারও বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম। নগরের ডিসি হিল, সিআরবির শিরীষতলা, শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষ বরণের আয়োজন রাখা হয়েছে।

তবে পবিত্র রমজানের কথা মাথা রেখে এবারের বর্ষবরণ উৎসবের সকল আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নতুন বছর ১৪২৯ বাংলাকে বরণ করা হবে।
থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা।

নগরের ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ উদ্যোগের থাকবে নববর্ষকে বরণের অনুষ্ঠান।

এছাড়া, সিআরবি’র শিরীষ তলায় চট্টগ্রাম নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপি এবং জেলা শিল্পকলা একাডেমিতে নববর্ষের দিন থাকছে নানা আয়োজন।

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে নানারকম প্রতিকৃতি ও মুখোশ তৈরির শেষ মুহুর্তের কাজ। বর্ষবরণকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে প্রস্তুতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলার।

বর্ষবরণ অনুষ্ঠানে জনসাধারণের নিরাপত্তার কথা মাথা রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে দেওয়া হয়েছে ১১ দফা নির্দেশনা।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে