চট্টগ্রামে মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২; সময়: ১২:৪০ অপরাহ্ণ |

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত মহানগরীর বায়েজিদ বোস্তামী এবং জেলার সীতাকুণ্ড থানা এলাকায় এ অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি চোরাই মোটরসাইকেলও।

গ্রেফতারকৃতরা হলেন,বাঁশবাড়ীয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামের দিদারুল আলমের ছেলে জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল (২২), মুক্তিপাড়া গ্রামের মো. ইউনুছের ছেলে মো. পারভেজ (২২) এবং শীতলপুর ইউনিয়নের বার আউলিয়া শামসুদ্দোহা মেম্বারের বাড়ির মো. মাহবুবুল আলমের ছেলে মো. ইসমাইল হোসেন রাব্বী (২২),সীতাকুণ্ড থানাধীন ১০নং ছলিমপুর ইউনিয়নের লতিফনগরের মীর হোসেনের ছেলে মো. সাকিব (২০), বড় কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদা পুনর্বাসন প্লট এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মো. সোহেল (২৯)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনির তোফায়েল ঠিকাদারের বাড়ির সামনে কাজী নজরুল ইসলাম নামের এক ঠিকাদারের মোটরসাইকেল চুরি করে চোর চক্রের সদস্যরা। চুরির বাইক নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের চিৎকারে ভয়ে গাড়ি নিয়ে উল্টে পড়ে যায় সাকিব। পুলিশ ঘটনাস্থল থেকে সাকিবকে আটক করে। এরপর সাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে রাতেই চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে