ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্ট

প্রকাশিত: মে ১৯, ২০২২; সময়: ৫:১৬ অপরাহ্ণ |

চট্টগ্রাম টেস্টের ভাগ্যে লেখা হলো নিষ্প্রাণ ড্রই। শেষ দিনের শেষ বিকেলেও কোনো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা, ফ্লাট উইকেটে তাদের বিপদেও ফেলতে পারেননি টাইগার বোলাররা।

ফলে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই পক্ষ। প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।

তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বাংলাদেশ দল নাটকীয়তার আশা জাগিয়েছিল। কিন্তু সব সম্ভাবনা শেষ করে দিয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। এ দুজনের ব্যাটেই নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে টেস্টটি।

১৬১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া লঙ্কানদের বাঁচিয়েছে এই জুটি। ৩৩.৫ ওভার খেলে তারা যোগ করেন ৯৯ রান।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে