নন্দনকানন ইস্কন মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৪, ২০২২; সময়: ৯:১২ অপরাহ্ণ |

‘হিন্দু সম্প্রদায়ের লোকজন আজ সাংসদ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও দলীয় লোকজনের ওপর আস্থা হারিয়ে ফেলছে।আজ বাংলাদেশে সরকারের ভেতর সরকার,প্রশাসনে পাকিস্তানি ভর করেছে,দলের ভেতর খন্দকার মোশতাক আছে। দেশে আবারো নাশকতামূলক কর্মকান্ড চালানোর পাঁয়তারা করছে।সংখ্যালঘুদের একমাত্র আস্থা প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে যে নির্দেশনা দিচ্ছেন,তা তৃণমূলে বাস্তবায়ন হচ্ছে না।আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সামনের দিনগুলো আমাদের জন্য এত সুখকর নয়।’

আজ (১৪ জুন) মঙ্গলবার নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম সম্মুখে ডি.সি.হিলের পাশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম আয়োজিত শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রায় মহান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্কনের সিনিয়র সহ সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম’র অধ্যক্ষ শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী’র সভাপতিত্বে ও শ্রীমান গোবিন্দ প্রসাদ দাসের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সা.সম্পাদক এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান আলোচক ছিলেন ইস্কনের চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

তিনি বলেন,ভারতবর্ষের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের মাধ্যমে সারাবিশ্বে আজ অনুষ্ঠিত হচ্ছে। ইস্কনের বিভিন্ন কার্যক্রম সারাবিশ্বে প্রশংসিত আমি এই পরিবারের সদস্য হওয়ায় গর্ববোধ করি।

চট্টগ্রাম নন্দনকানন ইস্কনের সেক্রেটারী তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকোশলী প্রবীর কুমার সেন, বিশিষ্ট রাজনীতিক জনাব হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর শ্রীমতি নিলু নাগ, মহিলা কাউন্সিলর শ্রীমতি রুমকী সেন গুপ্ত, প্রবীর দে, নন্দনকানন ইস্কন মন্দিরের অকি ন গৌর দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, যুবনেতা জনাব সাব্বির চৌধুরী, বলরাম করুণা দাস, সুবল সখা দাস ব্রহ্মচারী, শেষরুপ দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, সত্যতীর্থ দাস, কিশোর সরকার প্রমুখ।

স্নানযাত্রায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্থান হতে হাজার হাজার ভক্ত নর-নারীগণ অংশ নেয়। স্নানযাত্রা উৎসবে জগন্নাথদেবের বিশেষ আরতি সকলের অংশগ্রহণে স্নান,মধ্যাহ্নকালীন ভোগারতি ও মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান ও বৈদিক নাটক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ১ জুলাই রথযাত্রা ও ৮ জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব নন্দনকাননস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির ও শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের সামনে ডিসি হিল প্রাঙ্গন হতে শুরু হবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে