পার্বত্য তিন জেলায় অবৈধ ১৩০ টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২; সময়: ৫:৫৩ অপরাহ্ণ |

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় ১৩০টি অবৈধ ইটভাটা ভেঙ্গে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৩০টির মধ্যে খাগড়াছড়িতে ৩৫টি ,বান্দরবানে ৭০টি ও রাঙ্গামাটি ২৫টি ইটভাটা রয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে