বাংলাদেশ খুব দ্রুতই টিকা পাবে-বিক্রম দোরাইস্বামী

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ৬:৫১ অপরাহ্ণ |

মহামারীর এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের সাথে টিকার চুক্তি করে প্রথম দফার টিকা পাঠায় ভারত। কিন্তু ভারতে করোনার পরিস্থিতি খারাপ হওয়ায় পরবর্তীতে আর টিকা দিতে পারেনি ভারত। তবে এবার টিকা দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন   বালাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

 

তিনি বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, খুব দ্রুত বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না।

শুক্রবার সকাল ১০টায় ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। আমরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, এ করোনার মধ্যেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যে আমাদানি- রফতানি বৃদ্ধি পাচ্ছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে