বাইডেনকে অশোকচক্রের আর্বতে উষ্ণ অভ্যর্থনা মোদির

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ১২:১৫ অপরাহ্ণ |

রাজীব দাশ, নয়া দিল্লি থেকে

জি-২০ সম্মেলনকে ঘিরে পুরো দিল্লিকে সাজিয়েছে ভারত। শুধু দিল্লি নয় জি-২০ সম্মেলন কক্ষের ভিতর ও বাইরে রাখা হয়েছে ঐতিহাসিক এবং ঐহিত্যবাহী অনেক কিছু।

জি-২০ লিডার সামিট শুরু হয়েছে আজকে (৯ সেপ্টেম্বর)। সকাল ১০টা থেকে সম্মেলন কেন্দ্র ভারত মান্দাপামে আসতে থাকেন বিশ্বনেতারা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বনেতাদের স্বাগত জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অভ্যর্থনা জানালো ভিন্ন ভাবে। যেখানে মোদি দাঁড়িয়ে বিশ্বনেতাদের স্বাগত জানাচ্ছেন তার পেছনে ছিল অশোকচক্র। এক পর্যায়ে আমেরিকার প্রেসিডেন্টে জো বাইডেন প্রবেশ করলে মোদি তাকে অভ্যর্থনা স্থানের পিছনে থাকা অশোকচক্রকে ইঙ্গিত করে স্বাগত জানান । উভয় দেশের নেতৃবৃন্দের এমন আচরণ উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক এর উজ্জ্বল বহিঃপ্রকাশ বলে বিশেষজ্ঞদের মত।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে