সৌদি আরবের পর্যটন দূত হলেন মেসি

প্রকাশিত: মে ১১, ২০২২; সময়: ১:১৯ অপরাহ্ণ |

লিওনেল মেসিকে নিজেদের পর্যটনশিল্পের নতুন দূত হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব।

এই ঘোষণার পর পিএসজি তারকা আজ মঙ্গলবার ভোররাতে সৌদি আরবে পৌঁছেছেন। স্থানীয় সংস্কৃতি মেনেই তাকে সেখানে বরণ করে নেওয়া হয়। সৌদি পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সেখানকার শীর্ষ পর্যটনকেন্দ্রগুলোতে সফর করবেন মেসি।

তার সৌদিতে আগমন উপলক্ষ্যে দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব টুইটারে লিখেন, ‘মেসিকে সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমি যারপরনাই আনন্দিত। লোহিত সাগর, জেদ্দা মৌসুম ও আমাদের প্রাচীন ইতিহাস ঘুরে দেখবেন আপনি, এজন্যে আমরা যারপরনাই রোমাঞ্চিত। সৌদিতে এটা তার প্রথম সফর নয়, শেষ বারের মতোও হবে না।’

মেসি তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে একটা ছবি ইতোমধ্যেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে তার সঙ্গে আছেন তার বন্ধু ও পিএসজি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। সেখানে দেখা যাচ্ছে, মেসি একটা প্রমোদতরীতে করে সূর্যাস্ত দেখছেন। তার ক্যাপশনে মেসি লিখেছেন, ‘লোহিত সাগর আবিষ্কার করছি।’ হ্যাশট্যাগে তিনি ভিজিট সৌদি লেখাটিও যোগ করে দিয়েছেন তিনি।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে