হেলমেটধারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে : ডিবি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২; সময়: ৩:১৪ অপরাহ্ণ |

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারী বিরোধের ঘটনায় যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন তারা সবাই সন্ত্রাসী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।ডিবির একাধিক টিম তাদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় নাহিদ ও মোরসালিন নামে দুই তরুণ নিহত হন। এ ঘটনায় হওয়া দুটি মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

নাহিদ হত্যাকাণ্ডের যে ফুটেজ রয়েছে তার চুলচেরা বিশ্লেষণ করে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজটি অনেক দূর এগিয়েছে।

তিনি বলেন, কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছেন অথবা আত্মগোপনে আছেন। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো হবে।

এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যারা হেলমেট পরে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন তারা সবাই সন্ত্রাসী। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে