চরম অর্থনৈতিক সংকটে বেসামাল শ্রীলঙ্কায় পদত্যাগ করলেন ২৬ জন মন্ত্রী
সংকটাদীর্ণ শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের একজন-সহ ২৬ জন মন্ত্রীর পদত্যাগ করলেন । রবিবার রাতে মন্ত্রীসভার এই ২৬ জন সদস্য পদত্যাগ করেছেন। তবে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে, তথা প্রেসিডেন্ট গাতাবোয়া রাজাপক্ষের দাদা অবশ্য ইস্তফা দেননি। সরকার-বিরোধী বিক্ষোভে রবিবারও দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়েছে।
রবিবার গভীর রাতে বৈঠকে বসেন মন্ত্রীসভার সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হয় সকলে একযোগ পদত্যাগ করবেন। তবে তার আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন তাঁর ভাইপো তথা প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের ছেলে মন্ত্রী নামাল। তিনি দেশের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন।
ইস্তফা দেওয়া ২৬ জন মন্ত্রীর মধ্যে তিনিও রয়েছেন। দেশে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে প্রথম থেকেই অখুশি ছিলেন নামাল। এ নিয়ে তাঁর টুইট, “ইন্টারনেট বন্ধের নির্দেশে কোনও কাজ হবে না। প্রশাসনের কাছে আর্জি, তারা যেন এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখে”। এর পরেই ১৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শ্রীলঙ্কায় ফের চালু হয় ইন্টারনেট পরিষেবা।
নামালের পদত্যাগের পরে রটে যায় প্রধানমন্ত্রী মহিন্দা রাজপক্ষেও ইস্তফা দিয়েছেন। কিন্তু সেই খবরকে গুজব বলে খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
এ দিকে, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার শ্রীলঙ্কার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। শ্রীলঙ্কা সরকার কিন্তু সেই বিক্ষোভ দমাতে বদ্ধপরিকর। বিরোধীদের অভিযোগ, বিক্ষোভ দমাতে সরকারের ঘোষণা করা ৩৬ ঘণ্টা কার্ফু ঘোষণার পর থেকে ধরপাকড় শুরু করেছে সরকার। শুধু পশ্চিমাঞ্চল প্রদেশ থেকেই সরকার-বিরোধী কাজের অভিযোগে ৬৬৪ জনকে গ্রেফতার করা হয়।